ঝিনাইদহের পোড়াহাটি ইউনিয়ন যুবলীগের কর্মীসভা অনুষ্ঠিত
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়ন যুবলীগের কর্মীসভা জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে পোড়াহাটি ইউনিয়নের বাসুদেবপুর বাজারে এ কর্মীসভার আয়োজন করে ইউনিয়ন যুবলীগ।
ইউনিয়ন যুবলীগের সভাপতি ইখতিয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাজু আহম্মেদ। অনুষ্ঠানের উদ্বোধন করেন সদর থানা যুবলীগের আহ্বায়ক শাহ মো: ইব্রাহিম খলিল রাজা। প্রধান বক্তা ছিলেন সদর থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হারুন-অর-রশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা কামাল হোসেন, মাহাদি হাসান নাজমুল, শেখ রুহুল আমিন, রাজিবুল ইসলাম শিপলু, আশিকুর রহমান মিন্টু, ওবাইদুর রহমান শুকুর, হামিদুল ইসলাম, রবিউল ইসলাম রনি, ছাত্রলীগ নেতা শাহিনুজ্জামান সাহস,। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল মাহমুদ।
অনুষ্ঠানে পোড়াহাটি ইউনিয়নের বিভিন্ন গ্রামের কয়েক হাজার যুবলীগ নেতাকর্মী অংশ নেয়। প্রথম অধিবেশন শেষে ২য় অধিবেশনের শুরুতে বৈরী আবহাওয়ার কারণে সভা থেকে কমিটি গঠন করতে না পারায় আগামীতে নেতৃবৃন্দের আলোচনা স্বাপেক্ষে কমিটি গঠন করা হবে বলে জানানো হয়।
No comments