ঝিনাইদহে মর্নিংবেল চিলড্রেন একাডেমিতে চিত্রাংকন প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণী

 

ঝিনাইদহ প্রতিনিধি-

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে চিত্রাংকন প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শহরের আদর্শপাড়ার মর্নিংবেল চিলড্রেন একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করে সিও সংস্থা। 

এসময় মর্নিংবেল চিলড্রেন একাডেমির পরিচালক শাহীনুর আলম লিটনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)সেলিম রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিও সংস্থার নিবার্হী পরিচালক শামসুল আলম।

আলোচনা সভা শেষে চিত্রাংকন প্রতিযোগীতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। 


No comments

Powered by Blogger.