ঝিনাইদহে আন্তর্জাতিক ও জাতীয় মানবাধিকার দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি-

‘সমতা ও বৈষম্যহীনতা মানবাধিকার অগ্রগতির মুলমন্ত্র’ এ শ্লোগানকে ঝিনাইদহে জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে।

জেলা মানবাধিকার বাস্তবায়ন সংস্থার আয়োজনে এ উপলক্ষে সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে জেলার বিভিন্ন মানবাধিকার সংগঠনের সদস্যরা অংশ নেয়। সেসময় জেলা মানবাধিকার ফোরামের সভাপতি আমিনুর রহমান টুকু, সাধারণ সম্পাদক শরিফা খাতুন মানবাধিকার কর্মী এন এম শাহজালাল সুব্রত মল্লিকসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা, নারী-পুরুষ, শিশুসহ সকলের মানবাধিকার রক্ষায় সরকারের পাশাপাশি সর্বস্তরের মানুষকে একসাথে কাজ করার আহ্বান জানান।


No comments

Powered by Blogger.