আন্তর্জাতিক শিক্ষাদিবসের সম্মাননা পাওয়ায় গোলাম রসুলকে সংবর্ধনা প্রদান

 

ঝিনাইদহ প্রতিনিধি-

"শিক্ষা নিয়ে গড়বো দেশ,শেখ হাসিনার বাংলাদেশ "শ্লোগান কে সামনে রেখে চতুর্থ আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষ্যে সারা দেশে নির্বচিত শিক্ষানুরাগী দুইজন ব্যক্তিতের মধ্যে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য প্রধানমন্ত্রী কর্তৃক স্বর্ণপদক প্রাপ্ত কালীগঞ্জের কৃতিসন্তান গোলাম রসুলকে সম্মাননা প্রদান করা হয়। এ উপলক্ষ্যে মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারী বৃন্দ আয়োজনে রোববার বিকেলে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিপু সুলতানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহাবুদ্দিন হোসেন, তৌহিদ সাত্তার রাজু ,রফি আহমেদ প্রমুখ। বক্তারা ইউনেস্কো কর্তৃক স্কুল কমিটির সভাপতি হিসেবে সুন্দর পরিচালনা ও শিক্ষার নানা ক্ষেত্রে অবদান রাখার জন্যই তিনি এই সম্মাননায়  ভূষিত হয়েছেন। তার এই প্রাপ্তি মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয়েরই শুধু নই বরং কালীগঞ্জের সকল শিক্ষানুরাগী মানুষকে করেছে গৌরবান্নীত।


No comments

Powered by Blogger.