কালীগঞ্জে দৈনিক আমার সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
স্টাফ রিপোর্টার:
ঝিনাইদহের কালীগঞ্জে জনপ্রিয় জাতীয় দৈনিক আমার সংবাদ পত্রিকার ১০ বছরে পদার্পন উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
রোববার সকাল সাড়ে ১০ টায় শহরের জেলা পরিষদ ডাক বাংলোয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। দৈনিক আমার সংবাদের কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি শাহ আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক ও প্রকাশক আলহাজ¦ শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবচিত্র পত্রিকার উপদেষ্টা সম্পাদক মোস্তফা আব্দুল জলিল, মোহনা টিভির জেলা প্রতিনিধি সোহেল আহমেদ, প্রেসক্লাব কালীগঞ্জের সভাপতি জাকারিয়া হোসেন, বৈশাখী টিভির রফিকুল ইসলাম মন্টু, সিনিয়র সাংবাদিক এম. শাহাজাহান আলী সাজু, সোলাইমান হোসেন, মানবজমিনের তোফাজ্জেল হোসেন তপু, সাংবাদিক মোফাজ্জেল হোসেন মঞ্জু, ভোরের ডাকের এনামুল হক সিদ্দিক, ব্যবসায়ী ইমদাদুল হক ইনতা, শিক্ষক নিয়ামত উল্লাহ, বাংলা ট্রিবিউনের নয়ন খন্দকার, গাজী টিভির ওয়ালিয়ার রহমান, আরটিভির শিপলু জামান, ভোরের দর্পনের মোমিনুর রহমান মন্টু, রুহুল আমিন সৌরভ, আহসান কবির, আশিকুর রহমান সোহাগ, মোহাম্মদ জুয়েল রানা, জাহাঙ্গীর হোসেন, মতিয়ার রহমান, নাজমুল হোসেন, তানজির রহমান তকি, শাওন প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দীপ্ত টিভির জেলা প্রতিনিধি শাহরিয়ার আলম সোহাগ। আলোচনা সভায় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দৈনিক আমার সংবাদ প্রশংসা কুড়িয়েছে এবং আগামী দিনেও এই ধারা অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন।
No comments