ঝিনাইদহে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহ সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে ইউনিয়ন পরিষদ চত্তরে এ আয়োজন করা হয়। এসময় কালীচরণপুর ইউনিয়ন পরিষদরে চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীচরণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুন্সী আব্দুস সাত্তার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা দলীল উদ্দীন বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীচরণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মনোয়ার হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ডাঃ আব্দুল মজিদ, মুক্তিযোদ্ধা আজিজুর রহমান তিতু, লুৎফর রহমান, মোফাজ্জেল হোসেন, রফিক দাদ রেজা, হাজের আলী মন্ডল, কালীচরণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মুদাচ্ছের হোসেন, সমাজ সেবক এম এ গফুর প্রমুখ। আলোচনা সভায় মুক্তিযুদ্ধের চেতনা, স্মৃতিচারণ, বীরত্বগাথা এবং মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে গুরত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়। পরে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

No comments

Powered by Blogger.