ঝিনাইদহে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে অভিভাবকদের সাথে সংলাপ
ঝিনাইদহ প্রতিনিধি-
নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ঝিনাইদহে অভিভাবকদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার মোসলেম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে এ সংলাপের আয়োজন করে এইড’র জেন্ডার ভিত্তিক জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবিলা প্রকল্প।
মোসলেম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বিপ্লব হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী বর্দি বিশ^াস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের অভিভাবক সদস্য জে এম দাউদ হোসেন, ঝর্ণা বিশ^াস, সহকারী শিক্ষক মামুনুর রশীদ, এইড’র জেন্ডার ভিত্তিক জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবিলা প্রকল্প’র প্রকল্প কর্মকর্তা বিষ্ণু পদ ঘোষ, প্রকল্প সহায়ক আয়াতুল্লাহ। বক্তারা, নারী ও কন্যা শিশুর সহিংসতা প্রতিরোধে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান। পাশাপাশি নারীদের আর্থিক ভাবে স্বাবলম্বী করতে সকলকে কাজ করার আহ্বান জানান।
No comments