ঝিনাইদহে যুবলীগ নেতার উপর হামলাকারীদের গ্রেফতারের দাবীতে প্রতিবাদ সভা

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে ১নং সাধুহাটি ইউনিয়ন যুবলীগ সভাপতির উপর হামলাকারীদের গ্রেফতারের দাবীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকালে সদর উপজেলার ১০মাইল বাজার এলাকায় সাধুহাটি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সাধুহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদ ও চেয়ারম্যান কাজী নাজির উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিনাইদহ জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক রাজু আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক শাহ মোহাম্মদ ইব্রাহিম খলিল রাজা, দৌগাছি ইউনিয়নের চেয়াম্যান কাজল আহমেদসহ অনেকে।

প্রতিবাদ সভায় বক্তরা জানান,  ১নং সাধুহাটি ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ওবায়দুর রহমান শুকুর আলীর উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার না করলে আগামীতে কঠোর আন্দোলের কর্মসুচি দেওয়া হবে।


No comments

Powered by Blogger.