ঝিনাইদহে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়ক প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়ক প্রকল্পের দিনব্যাপী প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দিনব্যাপী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন’র সভাপতিত্বে অনুষ্ঠানে ভাচুয়ার্লি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরডিবি’র ভারপ্রাপ্ত মহাপরিচালক এস এম মাসুদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিআরডিবি’র উপ-পরিচালক আরিফুল ইসলাম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আরতী দত্ত, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার সুমি, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মোঃ কামরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা তমান্নাজ খন্দকার, সমবায় অফিসার জাফর ইকবাল, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা আইয়ুব হোসেন। অনুষ্ঠানে সমাজের সর্বস্তরের দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়ক কার্যক্রম, বাল্যবিয়ে রোধসহ হাতে নেওয়া নানা কর্মসূচী সম্পর্কে অবহিত করা হয়।


No comments

Powered by Blogger.