ঝিনাইদহে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি-

‘পরিবেশ, পুষ্টি ও আর্থসামাজিক ক্ষমতায়নে টেকসই ডেইরি সেক্টর’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে বিশ^ দুগ্ধ দিবস পালিত হয়েছে।

জেলা প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে বুধবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মনোজিৎ কুমার সরকার’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মীর কাওছার হোসেন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: তারেক মুসা, ডেইরি এসোসিয়েশনে কাজী ফারুক। বক্তারা, দেশের উন্নয়নে উন্নত জাতি গঠনে দুধ পান করতে সকলের প্রতি আহ্বান জানান।


No comments

Powered by Blogger.