পারশ্রীরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মকলেচুর রহমান মৃত্যু বরণ করেছে।
এস এম টিপু, স্টাফ রিপোর্টারঃ ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার ১০০ নং পারশ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সনামধন্য সহকারী শিক্ষক মকলেছুর রহমান স্যার আজ ২১/১০/২০২২ ইং বিকাল ৩ ঘটিকায়, হৃদরোগে আক্রান্ত হয়ে যশোর সদর হাসপাতালে ইন্তেকাল করেন।
ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন!!
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫০ বছর। তিনি স্ত্রী সহ দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।
উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব মোছাঃ সিদ্দিকা আক্তার জাহান জানায়, ১৯৯১ সালে অর্থাৎ প্রতিষ্ঠাতা কাল থেকেই অদ্যাবধি কর্মরত ছিলেন। তিনি আরও জানান, মোঃ মকলেছুর রহমান স্যার ছিলেন অত্যন্ত সদালাপী ও কাজের প্রতি অত্যন্ত দ্বায়িত্বশীল।
তিনি মৃত স্যারের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
আগামীকাল সকালে তাহার প্রথম জানাযা, নিজ কর্মস্থল পারশ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং দ্বিতীয় জানাযা তার গ্রামের বাড়ী কমলাপুর অনুষ্ঠিত হবে এবং সেখানেই তাকে দাফন করা হবে।
No comments