মহেশপুরে যুবককে গাছের সাথে বেধে নির্যাতন , গ্রেফতার দুই

 ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহের মহেশপুরে প্রবাসী জামাইকে গাছের সাথে বেধে নির্যাতনের মূল হোতাসহ ০২জনকে গ্রেফতার করেছে ৱ্যাব বুধবার ঝিনাইদহ জেলার সদর থানার মুজিব চত্ত্বর এলাকায় অভিযানে তাদেরকে আটক করে

আটককৃতরা হলো-মোঃ গোলাম হোসেন(৪২) মোঃ লুৎফর রহমান(৪২)

ৱ্যাব জানায়, ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভোলাডাঙ্গা গ্রামের খোদা বক্সের ছেলে বকুল জীবিকার তাগিদে স্ত্রী লতিফা খাতুনকে বাড়িতে রেখে মালয়েশিয়া যায়। প্রায় -৮বছর বিদেশে কর্মরত অবস্থায় ২০-২৫ লাখ টাকা স্ত্রী লতিফা খাতুনের নিকট পাঠায়। প্রবাসী স্বামী বকুল দেশে ফিরে আসার কথা শুনে স্ত্রী লতিফা তাকে ডিভোর্স দিয়ে পরকীয়া প্রেমিক খালাতো ভাইকে বিয়ে করে। বকুল দেশে ফিরে স্ত্রীকে না পেয়ে তার পাঠানো টাকা শ্বশুর বাড়ীর লোকজনের নিটক ফেরৎ চায়। বিষয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ একাধিকবার সালিশ বৈঠক বসলেও কোন সুরাহা হয়নি

পরবর্তীতে গত ১৪অক্টোবর বিকালে স্ত্রী লতিফা তার পরিবারের সদস্যরা বকুলকে কৌশলে বাড়ীতে ডেকে নিয়ে গাছের সাথে রশি দিয়ে বেঁধে নির্মমভাবে নির্যাতন করে। বকুলকে পিটিয়ে তার হাত পা ভেঙ্গে দেয় একটি চোখ নষ্ট করে দেয়। সময় বকুল জ্ঞান হারিয়ে ফেলে। স্থানীয় লোকজন বকুলকে গুরুতর রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে

বিষয়ে বকুলের ভাই মহেশপুর থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। পরে ৱ্যাব- ঝিনাইদহ ক্যাম্পের একটি দল বুধবার সদর থানার মুজিব চত্ত্বর এলাকায় অভিযানে দুই জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে ৱ্যাব জানায়

গ্রেফতারকৃত আসামীদেরকে মহেশপুর থানায় হস্তান্তর করেছে ৱ্যাব

 

 

No comments

Powered by Blogger.