ঝিনাইদহে স্বামী ও সতিনের যাবজ্জীবন কারাদণ্ড

 ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে গৃহবধুকে পাশবিক নির্যাতনের দায়ে স্বামী সতিনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত একই সাথে প্রত্যেককে লাখ টাকা করে জরিমানা করা হয়

সোমবার সকালে জেলার নারী শিশু নির্যাতন দম ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান দন্ডাদেশ প্রদাণ করেন

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারি ঝিনাইদহ শহরের পাগলা কানাই এলাকার একটি ভাড়া বাসায় প্রথম স্ত্রী নুরুন্নাহারকে ডেকে নেয় তার স্বামী শহিদুল ইসলাম। সেখানে দ্বিতীয় স্ত্রী রহিমা খাতুনের সহযোগিতায় নুরুন্নাহারকে লোহার রড দিয়ে বেধঢ়ক মারপিট করা হয়। একই সাথে লোহার রড গরম করে নুরুন্নাহারের যৌনাঙ্গে ঢুকিয়ে নির্যাতন করে। এতে সে জ্ঞান হারিয়ে ফেলে। পরবর্তিতে পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে

ঘটনায় পরদিন সদর থানায় দুই জনকে আসামী করে একটি মামলা দায়ের করে নুরুন্নাহার। দীর্ঘদিন বিচারিক প্রক্রিয়া শেষে আদালত স্বামী শহিদুল ইসলাম সতীন রহিমা খাতুনকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দেন। রায় ঘোষণার সময় আদালতে শহিদুল ইসলাম উপস্থিত থাকলেও রহিমা খাতুন পলাতক রয়েছে

 

No comments

Powered by Blogger.