ঝিনাইদহ ট্রক টার্মিনালে দুর্ঘটনায় পিতা নিহত , প্রাণে বাঁচলো ২ ছেলে
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় রাশিদুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শহরের ট্রাক টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় তার দুই সন্তান প্রাণে বেঁচে গেছেন।
নিহত ব্যক্তি হলেন, শহরের কাঞ্চনপুর উত্তরপাড়ার সামসুল হকের ছেলে রাশিদুল ইসলাম (৪৫)। তিনি পেশায় কাপড় ব্যবসায়ী ছিলেন। আহতরা হলেন, নিহতের দুই সন্তান হুজাইফা (৫) ও আবুজার (৮)। নিহত রাশিদুল ইসলামী আন্দোলন বাংলাদেশের ঝিনাইদহ পৌর শাখার সেক্রেটারি।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুমন আলী জানান, শহরের খাজুরা এলাকা থেকে ওয়াজ মাহফিল শুনে রাতে মোটরসাইকেলে
করে দুই সন্তানকে নিয়ে বাড়ি ফিরছিলেন রাশিদুল। সেসময় ঘটনাস্তলে পৌছানোর পর বিপরীতগামী আরেকটি মোটরসাইকেলের
সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসসময় তিনি সন্তানদের নিয়ে রাস্তায় ছিটকে পড়ে যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাশিদুলকে মৃত ঘোষণা করেন। এ সময় আহত তার দুই সন্তান হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে।
এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. সোহেল রানা জানান, বুধবার রাতে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনও কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
No comments