কালীগঞ্জের চাপালী মাঠে মরহুম সিরাজুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন, যশোর ধরাশায়ী গত বছরের চ্যাম্পিয়ান কোটচাঁদপুরের কাছে

স্টাফ রিপোর্টার-

লড়াই পাল্টা লড়াই এর মধ্য দিয়ে মঙ্গলবার ঝিনাইদহের কালীগঞ্জের চাপালী ফুটবল মাঠে শুরু হয়েছে মরহুম সিরাজুল ইসলাম মন্ডল স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট। বিকাল ৪ টায় গত বছরের চ্যাম্পিয়ান দল কোটচাঁদপুর খেলোয়াড় কল্যাণ সমিতি ও যশোর স্বাধীনতা স্পোর্টিং ক্লাবের মধ্যকার লড়াই দিয়ে শুরু হয় ফুটবলের লড়াই। 

পাল্টাপাল্টি আক্রমনের মধ্যদিয়ে উভয় দল প্রথমার্ধের খেলা শেষ করে। বিরতির পরে দ্বিতীয়ার্ধের প্রথম দিকে যশোর স্বাধীনতা স্পোটিং ক্লাব  পর পর গোলের সূবর্ণ সুযোগ হাতছাড়া করে খানিকটা চুপষে যায়। এরপর পাল্টা গোলের নেশায় ঘুরে দাঁড়ায় কোটচাঁদপুর খেলোয়াড় কল্যাণ সমিতির তাইবু বাহিনীর খেলোয়াড়েরা। তারা দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময় থেকে খেলার নির্ধারিত সময়ের শেষ পর্যন্ত কয়েক দফা নিশ্চিত গোল দিতে একইভাবে ব্যর্থ হয়। এরপর খেলা গড়ায় ট্রাইবেকার নামের ভাগ্য পরীক্ষায়। 

ট্রাইবেকারে প্রথম কোটচাঁদপুরের অভিজ্ঞ তাইবু জালে বল জড়িয়ে শুভ সুচনা করেন। পাল্টা সটে যশোর একাদশের সাইমন অনুরুপভাবে গোল দিয়ে সমতা আনে। এরপর কোটচাদপুর খেলোয়াড় কলাণের আরও ২ পেনাল্টি সুটার গোল রক্ষককে পরাস্ত করে পর পর ৩টি গোল করেন। কিন্ত সমান সংখ্যক সট নিলে যশোর ফুটবল দলের খেলোয়াড়দের সট কোটচাঁদপুরের গোলকিপার দুটি সট ঠেকিয়ে দিয়ে দলকে  ৩-১ গোলের ব্যবধানে জয় এনে দেয়। খেলায় কোটচাঁদপুরের পক্ষে তাইবু, শাহারুল ও মুন্না গোল করেন। অপরদিকে যশোর স্বাধীনতা স্পোটিং ক্লাবের পক্ষে একমাত্র গোলটি করেন সাইমন। কোটচাঁদপুর খেলোয়াড় কল্যাানের  গোলরক্ষক বাপ্পারাজ ম্যাচ সেরার পুরষ্কার জিতে নেন।     

এর পূর্বে মঙ্গলবার বিকালে মরহুম সিরাজুল ইসলাম মন্ডল স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলি নোমানী, সমাজসেবক আলহাজ¦ এস.এম সামছুল আলম, গোলাম সরোয়ার পুটু, আওয়ামীলীগ নেতা ফরিদ উদ্দীন, চাপালী যুব সংঘের সভাপতি আজাদ রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, ক্রীড়া সম্পাদক আবু সাঈদ প্রমূখ।


No comments

Powered by Blogger.