ঝিনাইদহের শৈলকুপায় দুই মেম্বারের ক্রন্দলে নিহত এক , আহত ৬ জন

 ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাইদ বিশ্বাস (৪৫) নিহত হয়েছে আজ সকালে উপজেলার বিএলকে বাজারে ঘটনা ঘটে সেসময় অন্তত আরো জন আহতের ঘটনা ঘটে

নিহতের পরিচয়- শৈলকুপা উপজেলার লক্ষনদিয়া গ্রামের জাবেদ আলীর ছেলে সাইদ বিশ্বাস

পুলিশ এলাকাবাসী সূত্রে জানাযায়, শৈলকুপা উপজেলার উমেদপুর ইউনিয়নের নং ওয়ার্ডের কৃষ্ণপুর গ্রামের মেম্বার মান্নান ইসলামের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল নং ওয়ার্ড বিষ্ণপুর গ্রামের মেম্বার কফিল উদ্দীনের আজ সকাল টার দিকে বিএলকে বাজারে মান্নানের ভাতিজা তরিকুল ডিজেল কিনতে গেলে, কফিলের সমর্থক মতিউল, আমিন , হানিফ, মাসুদ সহ আরো অনেকেই তরিকুলের উপর অর্তকিত ভাবে হামলা করে। পরবর্তীতে দুই মেম্বারের সমর্থকরা দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে হামলা-পাল্টা হামলায় জড়িয়ে পড়ে সে সময় মান্নান এর সমর্থক সাঈদ, শরিফুল ইসলাম, রেজাউল বিশ্বাস, গোলাম কিবরিয়া, শরিফ, বকুল এবং ইসমাইল আহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে মান্নানের ভাই সাইদের মৃত্যু হয়।

মেম্বার মান্নান মন্ডল জানান, দীর্ঘদিন ধরে কফিল মেম্বারের সাথে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এলকায় উত্তেজনা চলছিল আজ তারা আমার ভাতিজাসহ সমর্থকদের হামলা করে আহত করে গুরুত্বর আহত সাইদকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়

সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা: তাহিয়া মেহেনাজ জানান, ধারালো অস্ত্রের আঘাত এবং অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে f

শৈলকুপা থানা ওসি আমিনুল ইসলাম জানান ঘটনা শোনার পর পুলিশ দ্রুত সেখানে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে তবে ঘটনায় এথনও কেউ গ্রেফতার হয়নি এলাকায় উত্তেজনা বিরাজ করছে সেকারনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এখনও কোন মামলা হয়নি

 

No comments

Powered by Blogger.