কালীগঞ্জে হত্যাচেষ্টার অভিযোগে থানায় মামলা

 ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহের কালীগঞ্জে আকিদুল ইসলাম নামে একজনকে হত্যা চেষ্টার অভিযোগে তিন জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের হয়েছে আহত আকিদুল ইসলাম বর্তমানে খুলনা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন

আসামীরা হলেন- উপজেলার রঘুনাথপুর গ্রামের দাউদ হোসেনর স্ত্রী রশিদা বেগম, ছেলে মিরাজ হোসেন সালাম হোসেন। সোমবার সকালে কালীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন হামলায় জখম আকিদুল ইসলামের ছেলে আঃ আলীম

মামলা সূত্রে জানা যায়, বসতবাড়ির সীমানা নিয়ে দুই পরিবারের মধ্যে র্দীঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত তারিখ মঙ্গলবার রশিদা বেগম লাখি খাতুনের মধ্যে কথা কাটাকাটি হয় এরমধ্যে রশিদা খাতুনের ছেলে মিরাজ হোসেন সালাম হোসেন লোহার রড ধারালো চাপাতি নিয়ে আকিদুল ইসলামের উপর হামলা চালায়। আকিদুল ইসলামকে পিটিয়ে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুত্বর জখম করে। আকিদুল ইসলামকে ঠেকাতে গেলে স্ত্রী লাখি খাতুনের উপরেও হামলা চালায় তারা। এসময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা আকিদুল ইসলামকে যশোর সদর হাসপাতালে রেফার্ড করে। বর্তমানে সে খুলনা মেডিকেলে চিকিৎসাধীন আছেন

আকিদুল ইসলামের ছেলে আব্দুল আলীম জানান, আমার পিতাকে তারা পরিকল্পিতভাবে হত্যা কারার উদেশ্য হামলা চালায়েছে। আমি এই ঘটানার সুষ্টু বিচার চাই

 

 


No comments

Powered by Blogger.