ঝিনাইদহের শৈলকুপায় মধ্যরাতে দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহের শৈলকুপায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এতে ২টি দোকান পুড়ে ব্যাপক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে শনিবার (০৫ নভেম্বর) মধ্যরাতে উপজেলার ত্রিবেণী ইউনিয়নের মদনডাঙ্গা বাজারে ঘটনা ঘটেছে বণিক সমিতির সদস্যরা অনুপস্থিত থাকায় অজ্ঞাত কোন গোষ্ঠী পরিকল্পিত ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছে দোকানীরা

আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে জাহিদুল ইসলামের মুদি দোকান ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি মুদি সামগ্রীর পাশাপাশি সাথে চা নানা প্রয়োজনীয় ঔষুধ বিক্রি করতেন। অন্যদিকে অপরটি বিপ্লব কুমারের সেলুনের দোকান

বিষয়টি নিশ্চিত করেছেন শৈলকুপা ফায়ার সার্ভিস ইউনিট বাজার কমিটির সভাপতি যাবেদ উদ্দির মেলেটারী

স্থানীয়রা জানান, জেলার শৈলকুপার মদনডাঙ্গা বাজারে রাত সাড়ে ১২ টার দিকে জাহিদুল ইসলামের দোকানে ট্যায়ার জ্বালানোর মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিখান শিখা পার্শ্ববর্তী দোকানটিতে ছড়িয়ে পড়ে। খবরটি পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় প্রায় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ২টি দোকান একদমই পুড়ে ছাই হয়ে গেছে

দোকানী জাহুদুল ইসলাম বলেন, ইতোপূর্বেও আমার দোকানে আরেকটি পরিকল্পিত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। বছর আবারো এমন হলো। বিষয়টির জন্য এখনো কাউকে সন্দেহ করতে পারিনি তবে পরিকল্পিত ঘটনা এতটুকু ধারণা করছি

বাজার কমিটির সভাপতি যাবেদ উদ্দিন বলেন, আগুন লাগানোর কারণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা যায়নি। আমরা দোকানদারেরা বাজার কমিটির নির্বাহী সদস্যরা একত্রিত হয়ে পরবর্তীতে জানাতে পারবো

বিষয়ে ফায়ার সার্ভিসের শৈলকুপা ইউনিটের ফায়ার সার্ভিস কর্মীরা জানান, বিষয়টি মুঠোফোনে জানান সঙ্গে সঙ্গে ইউনিটের সকল সদস্যরা সেখানে উপস্থিত হয়। আমরা সেখানে উপস্থিত হয়ে দোকানের পেছনে দুইটি ট্যায়ার অগ্নিদাহ একটি গ্যাসের একটি সিলিন্ডার পেয়েছি

বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, বিষয়টি সম্পর্কে শুনলাম কিন্তু এখনো কোন লিখিত অভিযোগ থানায় জমা হয়নি। লিখিত অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করা হবে

 

No comments

Powered by Blogger.