ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বকাপ খেলা নিয়ে স্কুল শিক্ষককে মারধর ইউপি সদস্যের

 স্টাফ রিপোর্টার-

ঝিনাইদহের কালীগঞ্জে তিল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আনোয়ার হোসেনকে মারধর করলেন নং শিমলা রোকনপুর ইউনিয়নের ইউপি সদস্য রাকিব হাসানসহ তার সাথে থাকা কতিপয় লোকজন

ঘটনাটি ঘটেছে রবিবার  বিদ্যালয়ের অফিস কক্ষে। ইউপি সদস্য রাকিব প্রথমে অফিস কক্ষে ঢুকে সহকারি শিক্ষক আনোয়ার হোসেনের নিকট বিশ্বকাপ ফুটবল খেলার ফাইনাল ম্যাচ দেখার জন্য বিদ্যালয়ের ল্যাপটপ প্রজেক্টর চাই। আনোয়ার হোসেন তা দিতে অস্বীকৃতি জানালে ইউপি সদস্য রাকিব তার জামার কলার ধরে টেনে হেঁচড়ে বাইরে এনে কিল, ঘুষি লাথি মারেন। এসময় ইউপি সদস্যের সাথে থাকা অন্যান্যরাও সহকারি শিক্ষক আনোয়ার হোসেনকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে তিনি অভিযোগ করেছেন। ব্যাপারে জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন লাঞ্ছিত শিক্ষক আনোয়ার হোসেন

সহকারী শিক্ষক আনোয়ার হোসেন বলেন, সরকারি ল্যাপটপ প্রজেক্টর খেলা দেখার জন্য না দেওয়াই ইউপি সদস্য আমার উপরে আক্রমণ করে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার এবং তার শাস্তি দাবি করছি

ইউপি সদস্য রাকিব হাসান জানান, সহকারি শিক্ষক আনোয়ার হোসেনের অভিযোগ সত্য নয়

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কালীগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক গোলাম মোরশেদ জানান,একজন সহকারী শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। অতিসত্বর সুষ্ঠু তদন্তপূর্বক অপরাধীর শাস্তি নিশ্চিত করা হোক

কালীগঞ্জ থানার এস আই সেকেন্দার আবু জাফর ইউপি সদস্যের বিরুদ্ধে শিক্ষক লাঞ্ছিত হওয়ার অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে

 

No comments

Powered by Blogger.