ঝিনাইদহের কালীগঞ্জে একই রাতে বসত বাড়ি ও স্কুলে চুরি সংঘটিত!
স্টাফ রিপোর্টার-
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম এলাকার একটি মাধ্যমিক বিদ্যালয়ে ও বসত বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।
সোমবার ভোরের দিকে উপজেলার রায়গ্রাম বাণীকান্ত মাধ্যমিক বিদ্যালয় ও সুজন সরকারের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় স্কুল থেকে দুইটি ল্যাপটপ, নগদ টাকা ও বাড়ি থেকে স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে চক্রের সদস্যরা।
স্কুলটির নৈশ প্রহরী সবুজ শেখ জানান, রাতে তিনি বিদ্যালয়ের অফিস কক্ষের পাশের একটি ভবনে ছিলেন। সোমবার ভোর ৫ টার দিকে চোরেরা দুটি দরজা ভেঙে অফিস কক্ষে প্রবেশ করেন। এ সময় তিনি বাইরে বের হয়ে দেখেন একজন দরজার ওখানে দাঁড়িয়ে আছেন। এরপর তিনি অফিসকক্ষের দিকে এগিয়ে আসতে চাইলে চোরেরা তাকে গুলি করে মেরে ফেলার হুমকি দিলে ঝীবনের ভয়ে নিজের কক্ষের মধ্যে গিয়ে দরজা লাগিয়ে দেন। পরে ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশের সহযোগিতা চান। কিছুক্ষণ পর পুলিশ আসলে তিনি অফিস কক্ষে যান। তার আগেই চোরেরা কয়েকটি আলমারির তালা ভেঙে কাগজপত্র ছড়িয়ে-ছিটিয়ে রেখে গেছে। এ সময় তারা একটি আলমারি থেকে বিদ্যালয়ের দুটি ল্যাপটপ নিয়ে যায় চোরেরা।
রায়গ্রাম বাণীকান্ত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাইরুল ইসলাম মিলন জানান, ভোরের দিকে বিদ্যালয়ের অফিস কক্ষে প্রবেশ করে দেখেন দুটি ল্যাপটপ নেই। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এদিকে একই রাতে পাশের রায়গ্রাম এলাকার সুজন সরকার নামে এক জুয়েলার্স ব্যবসায়ীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ সময় তার ঘরের একটি ড্রয়ার ভেঙে স্বর্নের চেইন, আংটি, বালাসহ কয়েক ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে বলে বাড়ির কর্তার দাবি। তাদের দাবি চোরচক্রের সদস্যরা ঘরের মধ্যে প্রবেশ করে পরিবারের সদস্যদের মুখে চেতনানাশক স্প্রে করে দেয়। এরপর সবাই অচেতন হয়ে পড়ে।
সুজন সরকার জানান, রাত সাড়ে ৩ টার দিকে চোরেরা তিনজন বারান্দার তালা ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করে। এ সময় তাদের মুখে স্প্রে করা হয়। অচেতন হয়ে গেলে তিনি আর কিছুই জানেন না। পরে জ্ঞান ফিরে এলে দেখতে পান ঘরের একটি ড্রয়ার ভেঙে বেশ কিছু স্বর্ণালঙ্কার নিয়ে গেছে চোরেরা।
কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্যা জানান, পৃথক দুটি চুরির ঘটনা জানার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি।
No comments