ঝিনাইদহের শৈলকুপার কামান্না মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থীদের পুর্নমিলনী
ঝিনাইদহের শৈলকুপার কামান্না মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থীদের পুর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে স্কুল প্রাঙ্গণে আয়োজন করা ৱ্যালী, আলোচনা সভা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠানের।
সকালে স্কুল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কামান্না গ্রামের বিভিন্ন স্থান ঘুরে একই স্থানে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষকদের সম্মাননা প্রদাণ ও স্মৃতিচারণ। একই সাথে স্মৃতিচারন করেন বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।
দুপুরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থী অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বীর মুক্তিযোদ্ধা বিশ্বাস লুৎফর রহমান, সরকারি কেসি কলেজের প্রাক্তণ অধ্যক্ষ ড. বি এম রেজাউল করিম, শিল্পপতি প্রকৌশলী খান ই আলম, অবসর প্রাপ্ত বিচারক সাইফুল আলম, বগুড়া ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম শিমুল, সাবেক চেয়ারম্যান গণি মোল্লা, নজরুল ইসলাম, সিরাজুল ইসলাম মাখন, রাকিবুল ইসলাম দিপু। অনুষ্ঠান পরিচালনা করেন খন্দকার আতিকুজ্জামান শাহিন।
অনুষ্ঠানের আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুর্নমিলনীতে ওই বিদ্যালয়ের ১৯৬৭ সাল থেকে ২০২১ সালের ৫৩টি ব্যাচের প্রাক্তণ শিক্ষার্থীরা অংশ নেয়।
No comments