ঝিনাইদহের কালীগঞ্জে বিজয় দিবসের শোভাযাত্রায় আসার পথে হামলা, আহত ১০

 স্টাফ রিপোর্টার-

ঝিনাইদহের কালীগঞ্জে মহান বিজয় দিবসের শোভাযাত্রায় আসার পথে হামলার শিকার হয়েছেন বিএনপির নেতা-কর্মীরা আজ শুক্রবার সকাল সাতটার দিকে কালীগঞ্জের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হামলা চালান বলে অভিযোগ বিএনপির তবে আওয়ামী লীগ বলছে, বিএনপির অভ্যন্তরীণ বিরোধ থেকে হামলা হয়েছে

ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। তাঁদের সবার বাড়ি কালীগঞ্জ উপজেলার কুল্যাপাড়া এলাকায়। টিটো হোসেন (৩০) নামের একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছেন

হামলায় আহত ব্যক্তিদের একজন আজাদ হোসেন। তিনি বলেন, বিএনপির বিজয় দিবসের শোভাযাত্রায় যোগ দেওয়ার জন্য তাঁরা কুল্যাপাড়া থেকে এসেছিলেন। কালীগঞ্জ শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে আসা মাত্র একদল সন্ত্রাসী তাঁদের ওপর হামলা চালান। সময় লোহার রড, লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকেন। ১৫ থেকে ১৬ জন কর্মী সময় নিজেদের বাঁচাতে ছোটাছুটি শুরু করেন

সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি সাইফুল ইসলাম বলেন, সকালে কালীগঞ্জ উপজেলা পৌর বিএনপির উদ্যোগে একটি বিজয় শোভাযাত্রা করা হয়। এতে অংশগ্রহণের জন্য উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা আসছিলেন। সময় তাঁদের ওপর হামলা চালানো হয়। সরকারি দলের লোকজন এই হামলা চালিয়েছে বলে তিনি অভিযোগ করেন

অভিযোগের বিষয়ে কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম বলেন, তাঁদের দলের কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত নন। এটা বিএনপির অভ্যন্তরীণ বিরোধ থেকে হয়েছে

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রহিম মোল্লা বলেন, ঘটনাটি খুব একটা বড় কোনো ঘটনা নয়। তারপরও কেউ অভিযোগ দিলে তাঁরা ব্যবস্থা গ্রহণ করবেন

 

No comments

Powered by Blogger.