কালীগঞ্জে মামা বাড়ি বেড়াতে এসে দূর্ঘটনার স্বীকার যুব উন্নয়নের সহ-কারী প্রশিক্ষক

 স্টাফ রিপোর্টার-

মামা বাড়ি বেড়াতে এসে দূর্ঘটনার স্বীকার হলেন জাহিদুর রহমান নামে এক যুব উন্নয়নের সহ-কারী প্রশিক্ষক। বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের কোটচাঁদপুর রোডস্থ পৌরসভা অফিসের সামনে এই দূর্ঘটনা ঘটে। জাহিদুল ইসলাম যশোর জেলার মনিরামপুর উপজেলার কাশিপুর গ্রামের আবু ইউনুসের ছেলে ও ঝিনাইদহ সদর উপজেলার যুব উন্নয়নের সহ-কারী প্রশিক্ষক হিসাবে কর্মরত আছে। 

জাহিদুলের মামাতো ভাই সুলতান রাজা জুয়েল জানান, বৃহস্পতিবার বিকালে আমার ফুফাতো ভাই মোটরসাইকেল যোগে আমাদের বাড়ি শিবনগর বেড়াতে ্আসে। শিবনগর থেকে যশোর ফিরার পথে শহরের পৌরসভার সমনে খোকনের ‘স’ মিলের সামনের পৌছালে অপর দিকে থেকে আসা আরেকটি মোটরসাইকেলে মুখো-মুখি সংঘর্ষ হয়। এসময় জাহিদুলে ডান পা ভেঙ্গে মারাত্বক আহত হন। স্থানীরা তাকে উদ্ধার করে তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করে। 


No comments

Powered by Blogger.