কালীগঞ্জের ক্রিড়ামোদী লাড্ডু আর নেই

স্টাফ রিপোর্টার-

যার সারা দিনের ভাবনা ছিল শুধু খেলা। যে কারনে শৈশবে বাবা মায়ের কাছে গালমন্দও শুনতে হয়েছে তার। কিন্ত কোন কিছুতেই তার সে অভ্যাস ত্যাগ করতে পারেননি। শৈশবে লেখাপড়ার পাশাপাশি খেলার জগতেও তার অর্জন ছিল চোখে পড়ার মত। ঝিনাইদহের কালীগঞ্জে সেই ক্রিড়ামোদী লুৎফর রহমান লাড্ডু বুধবার রাত ১১,৩০ মিনিটের সময় যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তিনি স্কুল শিক্ষক মরহুম শওকত আলীর ছেলে ও কালীগঞ্জ থানা বিএনপি’র সাবেক সাধারন স¤পাদক তবিবুর রহমান মিনির সহোদর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ১ মেয়েসহ অসংখ্য আতœীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। বৃহ¯পতিবার সকালে কালীগঞ্জ পৌরসভাধীন ফয়লা গোরস্থানপাড়ায় প্রথম ও দুপুর আড়াইটায় মরহুমের প্রিয় খেলার মাঠ সরকারী নলডাঙ্গা ভূষন হাইস্কুল মাঠে দ্বিতীয় জানাজা শেষে কালীগঞ্জ পৌর গোরস্থানে মরহুমের দাফন স¤পন্ন হয়েছে। কর্মজীবনে তিনি মোবারকগঞ্জ চিনিকলের সিআইসি হিসাবে কর্মরত ছিলেন। এছাড়াও দীর্ঘদিনি তিনি কালীগঞ্জ ক্রিড়া ফেডারেশনের সাধারন স¤পাদক পদে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছিলেন। গত কয়েক বছর হলো তিনি চাকুরী থেকে অবসরে গেছেন। এরপর খেলার মাঠ আকড়িয়েই বেঁচে ছিলেন।

তার মৃত্যুতে মরহুমের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে কালীগঞ্জের বিভিন্ন রাজনৈতিক দল, ক্রিড়া ফেডারেশন,কালীগঞ্জ প্রেসক্লাব,কালীগঞ্জ দোকান মালিক সমিতি,বিভিন্ন সামাজিক স্বেচছাসেবী সংগঠন পৃথক শোক বিবৃতি প্রদান করেছে।

 

No comments

Powered by Blogger.