কালীগঞ্জে ৫টি সমিতির ভ্রাম্যমান প্রশিক্ষণ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টর ॥
ঝিনাইদহের কালীগঞ্জে বিভিন্ন সমবায় সমিতির সদস্যদের নিয়ে ভ্রাম্যমান প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় প্রকৃতি মেডিকপস্ স্বাস্থ্য সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতির অফিসে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জ উপজেলা সমবায় অফিসের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী স¤পদ কর্মকর্তা ডা: মো: রেজাউল করিম, উপজেলা সমবায় অফিসার মো: আসাদুজ্জামান, প্রকৃতি মেডিকপস হাসপাতালের পরিচালক প্রভাত ব্যানার্জী। এছাড়া প্রশিক্ষক হিসেবে ছিলেন, ঝিনাইদহ জেলা সমবায় অফিসের পরিদর্শক ও কোর্স পরিচালক বিএম তরিকুল ইসলাম, প্রশিক্ষক মো: সিরাজুল ইসলাম প্রমুখ। ভ্রাম্যমান প্রশিক্ষন কোর্সে ৫টি সমিতির ২৫জন সদস্য অংশ নেয়।
No comments