কালীগঞ্জে যুবলীগ নেতা আরিফ হত্যা মামলার তিন আসামী কারাগারে

স্টাফ রিপোর্টার-

ঝিনাইদহের কালীগঞ্জে যুবলীগ নেতা আরিফুল ইসলাম আরিফ হত্যা মামলার তিন আসামীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার দুপুরে ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন। আসামীরা হলেন, আরিফ হত্যা মামলার ৩নং আসামী কাশিপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ও পৌর কাউন্সিলর মেহেদী হাসান সজল, আরিফ হত্যা মামলার ৫নং আসামী একই গ্রামের বিশারত আলীর ছেলে রানা ও আলী হোসেনের ছেলে মামলার ৬নং আসামী মোশারেফ হোসেন মশা। এর মধ্যে আসামী মেহেদী হাসান সজল স্ত্রী হত্যা মামলা চলমান আছে। এছাড়া সজল ৩নং কোলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনান্দ ঘোষ হত্যা মামলার অন্যতম আসামী ছিলেন। 

গত ২৯ নভেম্বর’২২ মঙ্গলবার রাত ৯টার দিকে কালীগঞ্জ পৌরসভাধীন কাশিপুর গ্রামে দূর্বৃত্তের হাতে নিহত হন যুবলীগ নেতা আরিফ হোসেন। এ ঘটনায় গত ৩০শে নভেম্বর নিহত আরিফের স্ত্রী রেশমা খাতুন বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪/৫ জনের নামে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এরপর উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহ অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন তারা। সোমবার নি¤œ আদালতে হাজিরা দিতে গেলে আদালত উভয়পক্ষের শুনানি শেষে তাদেরকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।


No comments

Powered by Blogger.