মাদকের ক্ষতিকর প্রভাব, অপব্যবহার রোধ এবং ক্ষতিকর মাদক নিমূলে কালীগঞ্জে মাদক বিরোধী কুইজ ও সমাবেশ অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার-

“নেশা ছেড়ে কলম ধরি, মাদক মুক্ত সমাজ গড়ি” এই স্লোগান নিয়ে মাদকের ক্ষতিকর প্রভাব, অপব্যবহার রোধ এবং ক্ষতিকর মাদক নিমূলে ছাত্র-ছাত্রীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করার লক্ষে মাদক বিরোধী কুইজ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রোস্তম আলী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই মাদক বিরোধী কুইজ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ এসএম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা দেন, জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের সহ-কারী পরিচালক গোলক মজুমদার। উপজেলা প্রশাসন কালীগঞ্জ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের আয়োজনে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, জেলা কালচারাল অফিসার মো : ্জসিম উদ্দিন, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো : আব্দুর রহিম মোল্ল্যা, উপজেলা মাধ্যমিক অফিসার ফারুক হোসেন, রোস্তম আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিয়ার রহমান প্রমূখ। এই বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। 



 

 


No comments

Powered by Blogger.