শিক্ষকদের বদলি নিয়ে কাজ করবে এনটিআরসিএ

 চিত্রা নিউজ ডেস্ক-

চতুর্থ গণবিজ্ঞপ্তির নিয়োগ কার্যক্রম শেষ হওয়ার পর বেসরকারি শিক্ষকদের বদলি নিয়ে কাজ শুরু করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) যদিও বদলির বিষয়টি দেখভালের দায়িত্ব শিক্ষা মন্ত্রণালয়ের ওপর তবুও শিক্ষকদের নিজ বাড়ির কাছে যাওয়ার ব্যবস্থা করতে বিষয়টি নিয়ে কাজ করবে এনটিআরসিএ

বুধবার (২৫ জানুয়ারি) এনটিআরসিএ একাধিক কর্মকর্তার সাথে কথা বলে এই তথ্য জানা গেছে

এনটিআরসিএ বলছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকরা নিজ বাড়ি থেকে অনেক দূরের প্রতিষ্ঠানে চাকরি করেন। এমপিও হলেও শিক্ষকদের বেতন অনেক কম। চতুর্থ গণবিজ্ঞপ্তিতেও তারা আবেদনের সুযোগ পাচ্ছেন না। তাই মানবিক বিবেচনায় বদলির বিষয়টি নিয়ে কাজ করবেন তারা

তাদের মতে, বেসরকারি শিক্ষকদের বদলির বিষয়টি এমপিও নীতিমালায় উল্লেখ রয়েছে। তবে এটি বাস্তবায়ন হয় না। অনেক উদ্যোগ নেওয়া হলেও মন্ত্রণালয় বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। শিক্ষকদের বদলির বিষয়টি নিয়ে মন্ত্রণালয় যেন কাজ করে সেজন্য কলকাঠি নাড়বে এনটিআরসিএ

নাম প্রকাশ না করার শর্তে এনটিআরসিএ এক কর্মকর্তা বলেন, বেকারদের কর্ম সংস্থানের ব্যবস্থা করতে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে ইনডেক্সধারী শিক্ষকদের আবেদনের সুযোগ দেওয়া হয়নি। তবে যারা চাকরি করছেন তাদের নিয়োগ সুপারিশ আমরাই করেছি। তাই শিক্ষকদের সুখ-দুঃখ দেখার দায়িত্ব আমাদেরও

ওই কর্মকর্তা আরও জানান, চতুর্থ গণবিজ্ঞপ্তির নিয়োগ কার্যক্রম শেষ হওয়ার পর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বদলি নিয়ে আমরা কাজ শুরুর করব। তারা যেন বদলি হয়ে নিজ বাড়ির কাছে আসতে পারেন সেজন্য মন্ত্রণালয়কে অনুরোধ করা হবে

 

 

No comments

Powered by Blogger.