কালীগঞ্জে বেদে পল্লীতে ধাওয়া-পাল্টা ধাওয়া বাড়িঘর ভাংচুর, আহত ৮

 এনামুল হক সিদ্দীক-

ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর বেদে পল্লীতে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় কমপক্ষে ৮ জনকে পিটিয়ে আহত ও ১০ বাড়ি ভাংচুর করা হয়েছে। তাদের মধ্যে সেলিনা বেগম ও কায়েশ নামে দু’জনকে আশংকাজনক অবস্থায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে কাশিপুর বেদেপল্লীতে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়, দির্ঘদিন ধরে বেদেপল্লীতে জুয়া খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপে বিভক্ত হয়ে নেতৃত্ব দিয়ে আসছে। এরমধ্যে একপক্ষের নেতৃত্বে দিচ্ছে মনিরুল ইসলাম এবং আরেকটি পক্ষের নেতৃত্ব দিচ্ছে রাসেল হোসেন। মনিরুল দীর্ঘদিন বাহিরে থাকায় বেদে পল্লি শান্ত ছিল। হটাৎ করে মনিরুল এলাকায় আসলে শনিবার সকালে দুই গ্রুপের লোকজন পাল্টা-পাল্টি হামলা করে বাড়িঘর ভাংচুর করে। এতে নারীসহ কমপক্ষে ৮ জন আহত হয়। বেদে পল্লিতে গত কয়েক মাসে একাধিকবার হামলা ও  একাধিক মামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। 

কালীগঞ্জ থাানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো : আব্দুর রহিম মোল্লা ঘটুনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় এখনো কেহ অভিযোগ করেনি।




 


No comments

Powered by Blogger.