কালীগঞ্জ থানায় প্রীতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

এম শাহজাহান আলী সাজু-

ঝিনাইদহের কালীগঞ্জ থানা কর্তৃক আয়োজিত প্রীতি ব্যাডমিন্টন টুর্নামেন্টে’২২ ফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে। শুক্রবার সন্ধায় কালীগঞ্জ থানা চত্তরে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম মোল্লার সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ আশিকুর রহমান। টুর্নামেন্টে মোট ১২ টি টিমের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করে ফাইনালে উত্তীর্ণ হয় কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম মোল্লা এবং কনস্টবল শ্রী নিলয় বিশ্বাস, অপর দলে রয়েছেন তত্তিপুর পুলিশ ক্যাম্পের কনস্টেবল মোঃ ইমরান হোসেন এবং কনস্টেবল সঞ্জিত রায়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় তত্তিপুর পুলিশ ক্যা¤প কে পরাজিত করে কালীগঞ্জ থানা পুলিশ শিরোপা জিতে নেন। ম্যান অফ দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন কনস্টেবল নিলয় বিশ্বাস। টুর্নামেন্ট এ তৃতীয় স্থান অধিকার করেন তদন্ত ওসি হরিদাস রায় ও এস আই সেকেন্দার আবু জাফর এর টিম। খেলা শেষে প্রধান অতিথি ঝিনাইদহ জেলা পুলিশ সুপার বিজয়ীদের হাতে পুরস্কারের ট্রফি তুলে দেন। এ সময় কালীগঞ্জ থানা ও পুলিশ ক্যা¤েপর কর্মকর্তা এবং সদস্যরা উপস্থিত ছিলেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম মোল্লা জানান, পুলিশ বাহিনীর ফিটনেছ ঠিক রাখা গুরুত্বপূর্ণ। জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পুলিশ বাহিনির বডি ফিটনেছ ঠিক রাখার জন্য শীত মৌসুমে নভেম্বর থেকে এই ব্যাডমিন্টন খেলা শুরু হয়েছে। শুক্রবার সন্ধায় এই ব্যাডমিন্টন খেলা ফাইনাল অনুষ্ঠিত হয়। 




No comments

Powered by Blogger.