নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘু স্বার্থবান্ধব প্রতিশ্রুতিসমূহ বাস্তবায়নের দাবিতে কালীগঞ্জে ঐক্য পরিষদের মশাল মিছিল

স্টাফ রিপোর্টার-

নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘু স্বার্থবান্ধব প্রতিশ্রুতিসমূহ বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে ঝিনইদহের কালীগঞ্জে মশাল মিছিল করেছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ। বাংলাদেশ পুজা উদ্যাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও ছাত্রযুব ঐক্য পরিষদের আযোজনে শুক্রবার সন্ধায় শহরের কালীবাড়ীর মোড়ে এ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কালীগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তিথী রানী ভদ্রের সভাপতিত্বে সভাতে বক্তৃতা করেন, মানবধীকার কর্মী শিবু পদ বিশ^াস, পৌর পুজা পরিষদের সভাপতি মহেন্দ্র নাথ রায়, সাধারণ সম্পাদক প্রশান্ত খাঁ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য অমলেন্দু বিশ^াস, ঐক্য পরিষদের সহ-সভাপতি রবীন্দ্রনাথ দত্ত, পুজা পরিষদের সাংগঠনিক সম্পাদক বিপ্লব কুমার বিষ্ণু, উপজেলা ছাত্র যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মিঠুন পাল, সাংবাদিক হরেন্দ্র নাথ সুত্রধর প্রমূখ। বক্তরা নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘু স্বার্থবান্ধব প্রতিশ্রুতিসমূহ দ্রুত বাস্তবায়নের দাবী জানান।  আলোচনা সভা শেষে এক মশাল মিছিল কালীবাড়ী মোড় থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। 


No comments

Powered by Blogger.