দীর্ঘদিন পর পিরোজপুর-ঠিকডাঙ্গা গ্রামবাসী মিলন মেলায় পরিণত কালীগঞ্জে দুই গ্রামের উদ্যোগে বঙ্গবন্ধু ১০৩তম জন্মবার্ষিকী পালিত

 

স্টাফ রিপোর্টার-

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ৯ নং বারোবাজার ইউনিয়নের পিরোজপুর-ঠিকডাঙ্গা গ্রামের বাসির উদ্যোগে ১৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে শুক্রবার দুপুরে পিরোজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক মুক্তার আলীর সভাপতিত্বে অনুুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি আহসান হাবিব ঝন্টু, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহজাহান আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সভাপতি গাজী জাহাঙ্গীর আলম প্রমূখ। এসময় আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ অত্র গ্রামবাসী উপস্থিত ছিলেন। বিকালে পিরোজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক প্রীতি ফুটবল খেলার আযোজন করা হয়। এছাড়া পিরোজপুর গ্রামবাসীর উদ্যোগে পিরোজপুর ঠিকডাঙ্গা গ্রামের কৃতি সন্তান বারোবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মরহুম ইমান আলী, বারোবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক স¤পাদক মরহুম আব্দুর রউফ, বারোবাজার ইউনিয়ন আওয়ামী কৃষক লীগের সাবেক সভাপতি মরহুম মসলেম উদ্দিনের স্বরণে গ্রামবাসী দোয়ার অনুষ্ঠানের আযোজন করে। দোয়া পরিচালনা করেন, পিরোজপুর বৃত্তিপাড়া জামে মসজিদের ইমাম মওলানা আসাদুজ্জামান। দীর্ঘদিন পর পিরোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ গ্রামবাসী মিলন মেলায় পরিনত হয়।


 


No comments

Powered by Blogger.