কালীগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় স্কুল শিক্ষার্থী নিহতের ঘটনা মামলা
স্টাফ রিপোর্টার-
ঝিনাইদহের কালীগঞ্জে মাটি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় তারিকুজ্জামান তারিক (১৫) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হওযার ঘটনায় মামলা দায়ের করেছেন। নিহত তারিকের মামা মোজাফফর হোসেন বাদি হয়ে ট্রাক্টার ড্রাইভার মিঠুনকে আসামী করে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ড্রাইভার মিঠুন চৌগাছা থানার আড়পাড়া গ্রামের সুকুমারের ছেলে। দূর্ঘটনার পর ট্রাক্টরসহ ড্রাইভার মিঠুন পালাতক রহেছে।
গত ২৫ মার্চ’২৩ শনিবার বেলা ১০টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জে বারোবাজার-বাঘারপাড়া সড়কের শ্মশানঘাট এলাকায় মাটি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় তারিকুজ্জামান তারিক (১৫) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়। এ সময় আহত হয়েছে চাচা স্কুল শিক্ষক মাহবুবুর রহমান। নিহত তারিক কালীগঞ্জ উপজেলার বাারোবাজার ইউনিয়নের সুবর্ণাসারা গ্রামের মৃত মিন্টু বিশ^াসের ছেলে ও এম এস জে এল মাধ্যমিক বিদ্যালয় নবম শ্রেণির ছাত্র শিক্ষার্থী।
বারোবাজার সুবর্ণাসারা পুলিশ ফাঁড়ির আইসি ও মামলার তদন্ত কর্মকর্তা এসআই মহিদুল ইসলাম জানান, ওই দিন রাতে নিহত তারিকের মামা মোজাফফর হোসেন বাদি হয়ে ট্রাক্টার ড্রাইভার মিঠুনকে আসামী করে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। দূর্ঘটনার পর থেকে ট্রাক্টরসহ ড্রাইভার মিঠুন পালাতক রহেছে। তবে, ট্রাক্টরটি মালিকের নাম ঠিকানা জানতে পারেনি বলে জানান তিনি।
No comments