কালীগঞ্জে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

 স্টাফ রিপোর্টার-

বৈধ কাগজ, ড্রাইভিং লাইসেন্স, দ্রুত গতিতে গাড়ি চালানোসহ বিভিন্ন অপরাধে গাড়ির চালককে মামলা দিয়ে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের মোবারকগঞ্জ চিনিকল এলাকায় (কালীগঞ্জ- যশোর) মহাসড়কে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান। এসময় বাস, ট্রাক ও পিক-আপ গাড়ির চালককে ৪ টি মামলা দিয়ে ২৫ শত টাকা জরিমানা আদায় করা হয়।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান জানান, বর্তমানে মহাসড়কে দুর্ঘটনা বেশি ঘটার কারণ যানবাহনে অদক্ষ চালক, ফিটনেস বিহীন যানবাহন, বৈধ কাগজ না থাকাসহ দ্রুত গতিতে গাড়ি চালানো। মহাসড়ককে নিরাপদ রাখতে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এসময় আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ থানার এসআই শামীম রহমান, পুলিশ ও আনসার সদস্যসহ উপজেলা প্রসাশনের কর্মচারিরা।




No comments

Powered by Blogger.