কালীগঞ্জে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
বৈধ কাগজ, ড্রাইভিং লাইসেন্স, দ্রুত গতিতে গাড়ি চালানোসহ বিভিন্ন অপরাধে গাড়ির চালককে মামলা দিয়ে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের মোবারকগঞ্জ চিনিকল এলাকায় (কালীগঞ্জ- যশোর) মহাসড়কে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান। এসময় বাস, ট্রাক ও পিক-আপ গাড়ির চালককে ৪ টি মামলা দিয়ে ২৫ শত টাকা জরিমানা আদায় করা হয়।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান জানান, বর্তমানে মহাসড়কে দুর্ঘটনা বেশি ঘটার কারণ যানবাহনে অদক্ষ চালক, ফিটনেস বিহীন যানবাহন, বৈধ কাগজ না থাকাসহ দ্রুত গতিতে গাড়ি চালানো। মহাসড়ককে নিরাপদ রাখতে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এসময় আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ থানার এসআই শামীম রহমান, পুলিশ ও আনসার সদস্যসহ উপজেলা প্রসাশনের কর্মচারিরা।
No comments