জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাইকে কুপিয়ে হত্যা, আটক-১

এম শাহজাহান আলী সাজু-

ঝিনাইদহের কালীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাই আজীমকে (৪০) কুপিয়ে হত্যা করা হয়েছে।

রোববার সন্ধা ৭টার সময় উপজেলার মালিয়াট ইউনিয়নের বেথুলী গ্রামে এ ঘটনা ঘটে। আজীম আলী ঐ গ্রামের রমজান আলী মোল্ল্যার ছেলে। 

চাচাতো ভাই রানা জানান, ফুফুর জমি চাষ করেছিল আজীম আলী। সেই জমিতে আখের চাষ করেছিল আজীম। এই জমি নিয়ে কিছুদিন ধরে চাচা ইসরাইল হোসেন , চাচী সংরক্ষিত মহিলা মেম্বর নিলুফা ইয়াসমিন ও চাচাতো ভাই মেহেদীর সাথে বিরোধ চলছিল। গত শনিবার আজীমকে না বলে সেই জমির আখ তুলে ফেলেন চাচা ইসরাইল হোসেন ও চাচাতো ভাই মেহেদী। রোববার ইফতারের পর চাচা ইসরাইল কাছে তার চাষকৃত জমিতে কেন আখের চারা তুললেন জানাতে বাড়িতে গিয়েছিল আজীম আলী। এসময় উভয়ের মধ্যে কথা কাটা-কাটি হয়। এক পর্যায়ে চাচাতো ভাই মেহেদী পেছন থেকে গাছি দা দিয়ে কুপিয়ে জখম করে। এতে মারাত্বক আহত হন আজীম আলী। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। 

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো : আবদুর রহিম মোল্ল্যা জানান, আজীমের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এঘটনার মুল আসামী মেহেদীকে পুলিশ আটক করেছে।



No comments

Powered by Blogger.