ঝিনাইদহে ৪’শ পরিবারের মাঝে ‘প্রকৃতি ও জীবন ক্লাব’র ঈদ উপহার বিতরণ
ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ঝিনাইদহে ৪’শ হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সকালে শহরের পাবলিক লাইব্রেরী মাঠে ঝিনাইদহ ‘প্রকৃতি ও জীবন ক্লাব’র পক্ষ থেকে এ উপহার দেওয়া হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায়, রাজিবুল ইসলাম খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন, ঝিনাইদহ ‘প্রকৃতি ও জীবন ক্লাব’র সমন্বয়ক এ্যাড. শেখ সেলিম, কেসি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. বি এম রেজাউল করিম, কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সুষেন্দু কুমার ভৌমিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে সদর উপজেলার বিভিন্ন এলাকার ৪’শ পরিবারের মাঝে ৬ কেজি করে চাউল, দেড় কেজি মসুরের ডাল ও ১ লিটার সয়াবিন তেল বিতরণ করা হয়। ঈদ উপহার পেয়ে খুশি হতদরিদ্র মানুষগুলো।
No comments