বাণিজ্যিক উদ্দেশ্যে ফসলি জমির মাটি কেটে ইট ভাটায় বিক্রয়ের দায়ে দু’টি মামলায় ৫ জনকে এক লক্ষ টাকা অর্থদন্ড প্রদান

 এম শাহজাহান আলী সাজু-

ঝিনাইদহের কালীগঞ্জে দু’টি মামলায় ৫ জনকে এক লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার সকাল ১১টার সময় উপজেলার বারোবাজার পিরোজপুর মাঠে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় ঠিকাদার, এস্কেভেটর মালিক ও ৩ জন ট্রাক্টর মালিকসহ ৫ জনকে অর্থদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত  পরিচালনা করেন, কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ হাবিব। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ হাবিব জানান, বাণিজ্যিক উদ্দেশ্যে ফসলি জমি থেকে মাটি কেটে হাইওয়ে দিয়ে পরিবহন করে ইট ভাটায় বিক্রয় করছে এমন সংবাদের ভিত্তিতে উপজেলার বারোবাজার পিরোজপুর মাঠে অভিযান চালানো হয়। এসময় ঠিকাদার, এস্কেভেটর মালিক ও ৩ জন ট্রাক্টর মালিকসহ ৫ জনকে দু’টি মামলায় এক লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।





No comments

Powered by Blogger.