ঝিনাইদহে জেলা প্রশাসকের সাথে টেলিভিশন সাংবাদিক ফোরামের পরিচিতি ও মতবিনিময় সভা

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের পরিচিতি ও মতবিনিময় সভা আনুষ্ঠিত হয়েছে। বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঝিনাইদহ জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলামের সাথে টেলিভিশন সাংবাদিক ফোরামের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা আনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রথীন্দ্রনাথ রায় , অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) রাজিবুল ইসলাম খান।

এছাড়া বক্তব্য রাখেন ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শিপলু জামান, সহ-সভাপতি ফয়সাল আহমেদ, সাধারণ সম্পাদক রাজিব হাসান, যুগ্ম-সম্পাদক এম রবিউল ইসলাম রবি, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জহুরুল ইসলাম হিরো, ক্রিড়া ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক শেখ রুহুল আমিন, নির্বাহী সদস্য রফিকুল ইসলাম মন্টু, মিঠু মালিথা সহ অন্যান্য সদস্যরা।

পরে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা ও ক্রেষ্ট উপহার দেন জেলা প্রশাসককে। সেসময় জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম সাংবাদিক দের উদ্দেশ্যে বলেন বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতীর কল্যাণে ঐক্যবদ্ধ ভাবে সকলকে নিষ্ঠার সাথে কাজ করতে হবে। তাহলেই প্রধান মন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন “স্মার্ট বাংলাদেশ” বিনির্মাণ দ্রুতই বাস্তবায়ন করা সম্ভব হবে।


No comments

Powered by Blogger.