কালীগঞ্জে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন কর্মসুচীর মধ্যেদিয়ে পালিত হয়েছে। কালীগঞ্জ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবকলীগের আযোজনে দিনব্যাপী কোটচাঁদপুর রোডস্থ দলীয় কার্যালয় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতীকৃতিতে শ্রদ্ধা অর্পণ, র্যালি , আলোচনা সভা ও কেক কাটা হয়। এই উপলক্ষে বৃহস্পতিবার বিকালে এক বর্ণাঢ্য র্যালী কোটচাঁদপুর রোডস্থ আওয়ামীলীগের প্রধান কার্যালয় থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাহেদ কবির লিমনের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্টিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসরাইল হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন, ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান বিজু,কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মতি ,সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান তপু। উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ স¤পাদক কাজী রিপনের সঞ্চলনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, চার নম্বর নেয়ামতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ স¤পাদক জাহিদ হাসান, ৭ নম্বর রাইগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম , পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মেস্তাক আহমেদ লাবলু , সাধারণ সম্পাদক ওমর ফারুক, নয় নম্বর বারবাজার ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জাহিদ হোসেন, কাষ্টভাঙ্গা ইউনিয়নের হাসিব হাসান রিঙ্কু, কালীগঞ্জ উপজেলা বাস্তহারালীগের সভাপতি মারজেদ আলী বিশ্বাস, দুই নম্বর জামাল ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সেলিম হোসেন,পাঁচ নম্বর সিমলে রোকনপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ডালিম হোসেন, সাধারণ সম্পাদক মাসুদ রানা, যুবলীগ নেতা সোহেল রানা, গোলাম নবী, বাদশা, জহির রায়হান, রেজাউল ইসলাম ,মাসুদ রানা, মিলন হোসেন , শাহাবুদ্দিন সিহাব,সুমন বিশ্বাস প্রমূখ। এছাড়াও আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কেক কাটা হয়।
No comments