কালীগঞ্জে কৃষি উদ্যোক্তাদের সাথে মতবিনিময়

 স্টাফ রিপোর্টার-

ঝিনাইদহের কালীগঞ্জে কৃষি উদ্যোক্তাদের সাথে মতবিনিময় করেছেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (পিএলসি)। বুধবার বিকালে উপজেলার ৩নং কোলা ইউনিয়ন পরিষদ চত্তরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এগ্রো সিএস আর প্রকল্প-২০২৩ এর আওতায় কৃষি উদ্যোক্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, ৩নং কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আল-আজাদ। বিশেষ অতিথি ছিলেন, ঝিনাইদহ জেলা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি এর ব্যাবস্থাপক মো : মনিরুজ্জামান, এফএভিপি ইউসিবি ঢাকা প্রধান কার্য়ালয়ের মো : সাইফুল ইসলাম খাঁন, অপারেশন ম্যানেজার মো : জহুরুল ইসলাম, কর্মকর্তা আবু জুরায়ের রেজা, প্রজেক্টের ফিল্ড অফিসার আব্দুল্লা-আল-মামুন, আব্দুল ওহেদ মেমোরিয়াল ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ইমদাদ হোসেন প্রমূখ। কালীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ৬০ জন কৃষি উদ্যোক্তা অংশ নেন। মতবিনিময় সভায় কৃষি উদ্যোক্তাদের সাথে বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা হয়।

 


No comments

Powered by Blogger.