কালীগঞ্জে কৃষি উদ্যোক্তাদের সাথে মতবিনিময়
ঝিনাইদহের কালীগঞ্জে কৃষি উদ্যোক্তাদের সাথে মতবিনিময় করেছেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (পিএলসি)। বুধবার বিকালে উপজেলার ৩নং কোলা ইউনিয়ন পরিষদ চত্তরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এগ্রো সিএস আর প্রকল্প-২০২৩ এর আওতায় কৃষি উদ্যোক্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, ৩নং কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আল-আজাদ। বিশেষ অতিথি ছিলেন, ঝিনাইদহ জেলা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি এর ব্যাবস্থাপক মো : মনিরুজ্জামান, এফএভিপি ইউসিবি ঢাকা প্রধান কার্য়ালয়ের মো : সাইফুল ইসলাম খাঁন, অপারেশন ম্যানেজার মো : জহুরুল ইসলাম, কর্মকর্তা আবু জুরায়ের রেজা, প্রজেক্টের ফিল্ড অফিসার আব্দুল্লা-আল-মামুন, আব্দুল ওহেদ মেমোরিয়াল ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ইমদাদ হোসেন প্রমূখ। কালীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ৬০ জন কৃষি উদ্যোক্তা অংশ নেন। মতবিনিময় সভায় কৃষি উদ্যোক্তাদের সাথে বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা হয়।
No comments