কালীগঞ্জে প্রতিবন্ধীর টাকা আতœসাতকারীদের বিরুদ্ধে তদন্ত শুরু

 

স্টাফ রিপোর্টার-

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের টিও বহুল আলোচিত অনিয়ম, দুর্নীতির মূলহোতা  সেলিনা আক্তার বানুসহ এক কর্মকর্তা ও এক কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের অফিস আদেশ হয়েছে। যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আবদুস সালাম গত ১৬ জুলাই স্বাক্ষরিত অফিস আদেশ ৩৮.০১.৪১০০.০০০.২৭.০০৫.২১-১৪৭৯ নং স্মারকে  আগামী ২৫ জুলাই তাদের বিরুদ্ধে তদন্ত অনুষ্ঠিত হবে বলে জানা যায়। উক্ত আদেশপত্রে উল্লেখ করা হয়েছে, প্রতিবন্ধী শিক্ষার্থীদের অ্যাসিস্ট্যান্ট ডিভাইস বিতরণের জন্য বরাদ্দকৃত অর্থ আতœসাতের বিষয়ে গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশে আগামী ২৫ জুলাই কালীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে বেলা ১১ টায় তদন্ত কার্যক্রম অনুষ্ঠিত হবে। যাদের বিরুদ্ধে তদন্ত হবে তারা হলেন, সেলিনা আক্তার বানু সাবেক উপজেলা শিক্ষা অফিসার কালীগঞ্জ, ঝিনাইদহ (বর্তমান কর্মস্থল কুষ্টিয়া জেলার খোকসা উপজেলা), মনোয়ার হোসেন রঞ্জু, সাবেক সহকারী উপজেলা শিক্ষা অফিসার কালীগঞ্জ ঝিনাইদহ (বর্তমান কর্মস্থল ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলা) এবং মোহাম্মদ মেহেদী সোহরাব হোসাইন উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক, উপজেলা শিক্ষা অফিস কালীগঞ্জ ঝিনাইদহ। এই তদন্তের মাধ্যমে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত অর্থ আতœসাতকারীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাবেন এমনটাই আশা করেন সাধারণ জনগণ।


No comments

Powered by Blogger.