ঝিনাইদহে ডাঃ রাশেদ আল-মামুনের বড় ভাইয়ের ইন্তেকাল,শোক প্রকাশ
ঝিনাইদহ জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ও শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশেদ আল-মামুনের বড় ভাই আঃ ওহাব মিয়া (৬৬) ইন্তেকাল করেছেন। তিনি স্ট্রোক জনিত কারণে বুধবার ভোর রাতে শহরের আল-মামুন ক্লিনিকে চিকিৎসাধীন আবস্থায় মৃত্যু বরণ করেন (ইন্নœা......রাজিউন)। মৃত্যু কালে তিনি স্ত্রী, পুত্র, কণ্যা, ভাই-বোন,আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার সদর উপজেলার উত্তর কাষ্টসাগরা গ্রামের মাদ্রাসা মাঠে যোহর নামাজ বাদ জানাজা শেষে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। তিনি বিদুৎ বিভাগের খুলনা খালিশপুর থেকে অবসরে যান। তার এই মৃত্যুতে কালীচরণপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সভাপতি ফয়সাল আহমেদ, সাংবাদিক বসির আহাম্মেদ, চিকিৎসক, বিদুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ নানা শ্রেণী পেশার মানুষ শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
No comments