কালীগঞ্জে খাদ্যের নিরাপদতা বিষয়ে কর্মশালা

 স্টাফ রিপোর্টার-

ঝিনাইদহের কালীগঞ্জে খাদ্যের নিরাপদতা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় পৌরসভার বলিদাপাড়াস্থ সুনিকেতন পাঠশালার সেমিনার কক্ষে বাংলাদেশ খাদ্য মন্ত্রণালয়ের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আয়োজনে এবং বিসেফ ফাউন্ডেশনের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত  হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নিরাপদ খাদ্য বিষয়ক সক্ষমতা বৃদ্ধিকরন প্রকল্পের কনসালটেন্ট আয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন, ঝিনাইদহ জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা  সাধন সরকার। নিরাপদ খাদ্য বিষয়ে বক্তৃব্য উপস্থাপন করেন, দৈনিক যায়যায়দিন পত্রিকার জেলা প্রতিনিধি তারেক মাহমুদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের প্রোগ্রাম অফিসার শাহজহান আলী বিপাশ, প্রত্যুষ বিশ্বাস প্রমুখ।

কর্মশালায় কালীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ শিক্ষার্থী অংশ নেয়। কর্মশালায় নিরাপদ খাদ্য বিষয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরমধ্যে বিজয়ী ১৫ জনকে পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি আয়ুব হোসেন।



No comments

Powered by Blogger.