ঝিনাইদহে ফ্যাক্ট চেকিং বিষয়ে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত

 ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে ফ্যাক্ট চেকিং বিষয়ে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সিসিডি বাংলাদেশের আয়োজনে এবং ইন্টার নিউজের সহযোগীতায় শহরের ফ্যামিলি জোন রেস্টুরেন্টে শনিবার দিন ব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

সেসময় এসএ টিভির জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ, সমকাল প্রতিনিধি তাজনুর রহমান, দৈনিক ভোরের ডাক এর প্রতিনিধি এনামুল হক, যায়যায় দিনের প্রতিনিধি তারেক মাহমুদ, দেশটিভির প্রতিনিধি মেহেদী হাসান, প্রতিদিনের সংবাদ পত্রিকার প্রতিনিধি আব্দুর রহমান, চ্যানেল ২৪ এর প্রতিনিধি সাদ্দাম হোসেন, আজকের পত্রিকার প্রতিনিধি আব্দুল্লাহ আল মাসুদ, নবচিত্র পত্রিকার প্রতিনিধি শেখ হৃদয় আহমেদ, ভোরের দর্পন পত্রিকার মোমিনুর রহমান মন্টু উপস্থিত ছিলেন।

কর্মশালায় ফ্যাক্ট চেকিং বিষয়ে নানা দিকনির্দেশনা প্রদান করেন দৈনিক প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান এবং দৈনিক যুগান্তর ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের মাগুরা জেলা প্রতিনিধি আবু বাশার আখন্দ। এছাড়াও অভিজ্ঞতা বিনিময় করেন ডিবিসি টেলিভিশনের ঝিনাইদহ জেলা প্রতিনিধি শাহারিয়ার রহমান রকি।

কর্মশালা শেষে অংশ গ্রহনকারীরা বলেন, ফেক ছবির কারনে নানা সময় মানুষ বিভ্রান্ত হচ্ছে। তাই নিউজের ক্ষেত্রে এই বিভ্রান্তি এড়াতে ফ্যাক্ট চেকিং করে নেওয়াটা খুবই জরুরী। কর্মশালার মাধ্যমে ফ্যাক্ট চেকিং এর নানা দিক সম্পর্কে জানতে পেরেছি যেটা বাস্তব কাজের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব বহন করবে।


 


No comments

Powered by Blogger.