কালীগঞ্জে বিভিন্ন কর্মসুচীর মধ্যদিয়ে শেখ কামালের ৭৪তম জন্মদিন পালন

স্টাফ রিপোর্টার-

ঝিনাইদহের কালীগঞ্জে বিভিন্ন কর্মসুচীর মধ্যদিয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের নক্ষত্র,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মবার্ষিকীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে শনিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এসভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদের আয়োজনে দিনের শুরুতেই বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, ও খাবার বিতরন করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের নবগঠিত আংশিক কমিটির সভাপতি আনোয়ারুল আজীম আনার। উপজেলা প্রশাসনের আযোজনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু,সহকারী কমিশনার(ভূমি) হাবিবুল্লাহ হাবিব, কালীগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান,কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মামুনুর রশিদ, সমাজকর্মী শিবপদ বিশ্বাসসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত চেয়ারম্যানগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। 

এছাড়াও শনিবার বিকালে কালীগঞ্জ শহরের কোটচাঁদপুর রোড়স্থ উপজেলা আওয়ামীলীগের প্রধান কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়ার মহাফিল অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাহেদ কবির লিমনের সভাপত্বিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসরাইল হোসেন। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কাজী রিপনের সঞ্চলনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মতি, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান তপু, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আব্দুর রশিদ খোকন, জেলা পরিষদের সদস্য জসিম উদ্দিন সেলিম, উপজেলা আওয়ামীযুবলীগের সভাপতি রেজাউল করিম রেজা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহবায়ক মুসফিকুর রহমান ডাবলু, অমিত সিকদার বিশু, আব্দুর রাজ্জাক, সাবেক ছাত্রলীগ নেতা ইদ্রিস আলী, নজরুল ইসলাম, মাছুদ রানা, কৃষকলীগ নেতা বুরহান উদ্দীন, কোলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন বাদশা, ১নং ওয়ার্ড কাউন্সিলর রাশেদুল হক রিগান, আওয়ামীলীগ নেতা সেলিম হোসেন, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোস্তাক আহম্মেদ লাভলু প্রমূখ। আলোচনা সভা শেষে দোয়ার অনুষ্ঠিান অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন, আমজাদ আলী মাদ্রাসার হাফেজ শাহিন আলম। এসময় মাদ্রাসার ছাত্রদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। 

উল্লেখ্য, ১৯৪৯ সালের এই দিনে শেখ কামাল গোপালগঞ্জ মহকুমার টুঙ্গীপাড়া জন্মগ্রহন করেন এবং ১৯৭৫ সালের ১৫ই আগস্টের কালরাত্রিতে মাত্র ২৬ বছর বয়সে  স্ব-পরিবারে নির্মম-নিষ্ঠুর বর্বরোচিত হত্যাযজ্ঞের শিকার হয়ে মারা যান।


No comments

Powered by Blogger.