কোটচাঁদপুরে পিতাকে পিটিয়ে জখম নেশাগ্রস্থ ছেলের নামে থানায় লিখিত অভিযোগ
ঝিনাইদহের কোটচাঁদপুরে ছেলের নির্যাতন সইতে না পেরে থানায় লিখিত অভিযোগ করেছেন বৃদ্ধ বাবা রিন্টু মন্ডল(৪২)। গত শুক্রবার পৌরসভার রুদ্রপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
থানার লিখিত অভিযোগ সূত্রে জানাযায়, রিন্টু মন্ডলের একই ছেলে নাহিদ হাসান (২৩) গত ৬/৭ মাস ধরে আমাকে ও আমার স্ত্রী'কে বিভিন্ন ভাবে অত্যাচার করে এবং আমার চাষাবাদের সকল টাকা পয়সা জোরপৃর্বক কেড়ে নেয়।
ফেনসিডিল,গাজা ও বিভিন্ন নেশা করে এছাড়াও আমার পৈত্রিক সূত্রের কিছু সম্পত্তি জোরপূর্ব তার নামে লিখে নেই।এবং আমার ছেলে নাহিদ হাসান সম্পূর্ণ নেশায় জড়িত। গত ১১/৮/২৩ ইং তারিখে আমার কাছে নেশা করার জন্য টাকা চাইলে আমি দিতে অস্বীকার করায় কথা কাটাকাটির এক পর্যায়ে নাহিদ হাসানের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে আমার মাথায় আঘাত করলে আমি মাটিতে লুটিয়ে পড়ে যায়।
তিনি আরো বলেন,শুধু তাতেও ক্ষান্ত হয়নি আমাকে মেরে ফেলার জন্য আবারও বাশ দিয়ে পিটাতে থাকে,আমার ডাক চিৎকারে বাড়ির লোকজন ও প্রতিবেশিরা ছুটে এসে আমাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। মারধোর করার কারনে আমার মাথায় গর্ত হয়ে গেছে ও পাঁচটি শেলায় দেওয়া হয়েছে।
নাহিদ হাসান এখন পলাতক রয়েছে আমি বাবা হয়ে প্রশাসনের কাছে সু-বিচার কামনা করছি।
No comments