ঝিনাইদহ-যশোর ৬ লেন সড়ক প্রকল্পের ভূমি অধিগ্রহন ও পূনর্বাসন কর্ম পরিকল্পনা বিষয়ক মত বিনিময় সভা

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহ-যশোর ৬ লেন সড়ক সেকশন (ফেজ-১) প্রকল্পের ভূমি অধিগ্রহন ও পূনর্বাসন কর্ম পরিকল্পনা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম এর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরিফুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগ আর এইচ ডি উইকেয়ার প্রজেক্ট ম্যানেজার মোয়াজ্জেম হোসেন, তুহিন মাহমুদ, নাকিবুল বারী, সাংবাদিক, জনপ্রতিনিধি সহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, দেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছে। এরই ধারাবাহিকতায় পশ্চিম অর্থনৈতিক করিডোর এবং আঞ্চলিক বিকাশ কর্মসূচী উইকেয়ার ঝিনাইদহ-যশোর সড়ক সেকশন (ফেজ-১) প্রকল্পের ভূমি অধিগ্রহন ও পূনর্বাসন কর্ম পরিকল্পনার কার্যক্রম শুরু হয়েছে। যা চলতি বছরের শেষ দিকে ঝিনাইদহ-যশোর ৪৭ কিলোমিটার সড়কের কাজ শুরু হয়ে তা শেষ হবে ২০২৬ সালের জুন মাসে।


No comments

Powered by Blogger.