কালীগঞ্জে গাজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

 স্টাফ রিপোর্টার-

ঝিনাইদহের কালীগঞ্জে ৫০০ গ্রাম গাজাসহ লিটন দাস নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কালীগঞ্জ থানার পুলিশ। শুক্রবার দিবাগত ভোররাত কালীগঞ্জ পৌরসভার শিবনগর দাসপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে মাদকসহ তাকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী লিটন দাস ঐ এলাকায় গোপাল দাসের ছেলে। 

কালীগঞ্জ থানার এসআই কাবিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে শিবনগর এলাকার লিটন দাসের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ৫০০ গ্রাম গাজাসহ তাকে আটক করা হয়। এব্যাপারে লিটন দাসের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 


No comments

Powered by Blogger.