কালীগঞ্জে ও বারোবাজারে শেখ রাসেলের ৬০তম জন্মদিন পালিত
স্টাফ রিপোর্টার-
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। বুধবার বিকালে কোটচাঁদপুর রোডস্থ আওয়ামী লীগের প্রধান কার্যালয় এই উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আয়ুব হোসেন খানের নির্দেশে ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শামীম আরা মান্নানের সভাপতি আলোচনা সভায় বক্তৃতা করেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মতি, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান তপু, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আব্দুর রশিদ খোকন, কালীগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাহেদ কবির লিমন, সাধারণ সম্পাদক কাজী রিপন, উপজেলা শ্রমিকলীগের যুগ্ম-আহবায়ক অমিত সিকদার বিশু প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মিলন আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রলীগ, যুবলীগ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে দোয়ার মহাফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মোরশেদ আলম। পরে শেখ রাসেলের ৬০তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।
এছাড়া উপজেলার বারবাজার ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে বুধবার সন্ধায় বারোবাজার হাট অফিসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বারবাজার ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ স¤পাদক মোক্তার হোসেনের সভাপতিত্বে সভাতে বক্তৃতা করেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের অন্যতম নেতা ও বারোবাজার ডিগ্রী কলেজের পরিচালনা পরিষদের সভাপতি আজাদ ইকবাল শিপন মৃধা। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি গাজী জাহাঙ্গীর আলম বাবুর সঞ্চয়লনায় অন্যানের মধ্যে বক্তৃতা করেন, যুবলীগ নেতা আহসান হাবিব ঝন্টু বারবাজার, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক স¤পাদক জাহিদুল ইসলাম জাহিদ, ইউনিয়ন আওয়ামী-সেচ্ছাসেবক লীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন, বারবাজার ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার শরিফুল ইসলাম, বারবাজার ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি আসাদুজ্জামান প্রমুখ। এছাড়া আওয়ামীলীগ নেতা মতিয়ার রহমান,আলী হোসেন,হাফিজুর রহমান, মোস্তফা, ডাঃ শাহিন, চান আলী, সুমন, রুমি, আক্কাস আলী,আরিফ হোসেন, হারুন, রেজাউল ইসলাম, মধু,ওলিয়ার রহমান,পিকুল,আব্দুল গাফফার, বাবুল আক্তার, পেনু হোসেন, রায়হান হোসেন, পলাশ, রাব্বি, আসাদুল, আসিফ, দুলাল হোসেনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠন শত শত নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়ার মহাফিল অনুষ্ঠিত হয়। দোয়ার মহাফিল শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।
No comments