ঝিনাইদহে পেশাদার চালকদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদাণ

ঝিনাইদহ প্রতিনিধি-

“আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এ শ্লোগানে ঝিনাইদহে পেশাদার চালকদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদাণ করা হয়েছে। জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৩ উপলক্ষে পেশাদার চালকদের বিনামূল্যে চক্ষু, রক্তচাপ ও র‌্যান্ডম ব্লাড সুগার (আরবিএস) পরীক্ষা করা হয়। গতকাল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)’র আয়োজনে মোটরযান পরিদর্শক (ইঞ্জি:) এস. এম. সবুজ এর সঞ্চলনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

এতে বিআরটিএ ঝিনাইদহ সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি:) আতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মোঃ মেহেদী হাসান। বিশেষ আতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ রেড ক্রিসেন্ট সোসাইটি’র পরিচালক জে এম রশিদ, জেলা ট্রাক, ট্রাক্টর, ট্রাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমীক ইউনিয়নের সভাপতি ওলিয়ার রহমান, জাহেদী ফাউন্ডেশনের জেলা সমন্বয়ক তবিবুর রহমান লাবু। সেসময় শতাধীক পেশাদার চালক বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করে।


No comments

Powered by Blogger.